ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে সবখানেই সাকিব ছিলেন দুর্দান্ত। মিরপুর টেস্ট ছিল সাকিবময়। তারই অলরাউন্ড নৈপুণ্যে এই টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। পেয়েছে টেস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ।
এমন জয়ের পর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুক পোস্টে টাইগার দলপতি মুশফিকুর রহিম লিখেছেন, ‘চ্যাম্পিয়ন, সত্যিই গর্বিত তার মতো একজন সতীর্থকে পেয়ে’।
গতকাল শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে ২০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে দুই ইনিংসে সাকিব আল হাসানের রান যথাক্রমে ৮৪ ও ৫। আর দুই ইনিংসে বোলিংয়ে তার পারফরম্যান্স যথাক্রমে ৫/৬৮ ও ৫/৮৫। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সাকিব।
আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ। ম্যাচটিতে প্রতিদিন খেলা শুরু হবে সকাল দশটায়। এই ম্যাচে বাংলাদেশ যদি জয় পায় বা ড্র করে তাহলে সিরিজ হারবে অস্ট্রেলিয়া।
