এক মুসলিম যুবতী প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে আসছেন । তিনি আমেরিকান একজন সাংবাদিক। নাম নূর তাগৌরি। তিনি ২২ বসন্তের যুবতী। সাংবাদিকতা করেন ‘নিউজি’ নামের মার্কিন একটি অনলাইনে। প্লেবয়ের অক্টোবর ইস্যুতে তাকে পাওয়া যাবে। এতে তিনি হিজাব পরিহিত অবস্থায় পোজ দিয়েছেন। তার এ সিদ্ধান্তকে অনেকে উৎসাহিত করেছেন। কিন্তু অন্য অনেকে তার এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, প্লেবয় ম্যাগাজিনে নূর তাগৌরিকে দেখা যাবে একজন যৌনকর্মী, একজন কমেডিয়ান ও একজন উপন্যাসিকের সঙ্গে। দলত্যাগী (রেনিগেড) সিরিজ নামে একটি সিরিজ চালু করেছে প্লেবয়। তার অংশ এটি। এতে মানুষের সেই সব বিষয় তুলে ধরা হয়েছে, যা তারা করতে ভালবাসেন। কিন্তু তা করতে গেলে জীবনের ঝুঁকি আছে। এ বছর শুরুর দিকে প্লেবয় তার নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে। তাতে বলা হয়েছে, তারা পূর্ণাঙ্গ নগ্ন ছবি আর প্রকাশ করবে না। এর আওতায় নূর তাগৌরিকে প্লেবয় ম্যাগাজিনে দেখা যাবে কালো জিন্স পরিহিত অবস্থায়। থাকবে একটি চামড়ার জ্যাকেট। অবশ্যই মাথা থাকবে ঢাকা। রক্ষণশীল এমন পোশাকে তিনি হাজির হলেও সমালোচনা এড়াতে পারছেন না। তবে এর জবাবে তিনি বলেছেন, কে কি বলছেন সেদিকে মনোযোগ দেয়া বা কে কি লিখছেন তা পড়ে দেখার কোন প্রয়োজন নেই আমার।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031