psc-news_117319

ঢাকা২০ জুন : আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে অ‌ভিভাবক ঐক্য ফোরাম  আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রাথমিক সমাপনী পরীক্ষাকে ‘মূল্যহীন’ আখ্যায়িত করে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেছেন, পরবর্তী জীবনে যে পরীক্ষার কোনো মূল্যায়ন নেই, যে সার্টিফিকেটের কোনো মূল্য নেই সেই পরীক্ষাই ছোট শিশুদের দুইবার দিতে হচ্ছে। ফলে এই ছোট শিশুরা মূল্যহীন পরীক্ষার জন্য এক ধরনের মানসিক চাপ অনুভব করে। তাই এই পরীক্ষা বাতিলের দাবি জানান তিনি।

প্রাথমিক সমাপনী পরীক্ষা এ বছরই বা‌তিল, কো‌চিং বা‌ণিজ্য নি‌ষিদ্ধ এবং বেসরকা‌রি স্কুল কলেজের প‌রিচালনা পর্ষদের নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জিয়াউল কবির দুলু বলেন, যে পরীক্ষা শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করছে, শিশুদের সুন্দর প্রাণবন্ত শৈশবকে কেড়ে নিচ্ছে, সেই পরীক্ষা বাতিলের জন্য জোর দাবি জানাচ্ছি। ২০১৭ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণাই প্রমাণ করে এ পরীক্ষা ছাত্রছাত্রীদের জন্য মঙ্গলজনক নয়।

প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে তি‌নি বলেন, আমরা আশা কর‌ছি কোমলম‌তি শিশু‌দের ওপর অসহনীয় মান‌সিক চাপ ও অভিভাব সীমাহীন হয়রা‌নির এ অপ্রয়োজনীয় পিএসসি পরীক্ষা চল‌তি বছর বন্ধের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন।

এ সময় তিনি বেশি কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ২০১৬ সাল থেকে পিএসসি পরীক্ষা বাতিল করতে হবে। শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে। কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। বিভিন্ন বেসকারি স্কুল কলেজের পরিচালনা পর্ষদের নির্বাচন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিভাবক ঐক্য ফোরামের উপদেষ্টা এইচ এ মানিক, উত্তরা স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ঐক্য ফোরামের সভপতি হাজী সহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031