এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে নগরীর হামজারবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় রাশেদ খান (৩৫) নামের ।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাশেদ খান মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. হামিদুর রহমান জানান, বাচ্চাসহ রিকশায় করে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন মিরসরাইয়ের মিঠানালা এলাকার জীবন আলী ভূঁইয়া বাড়ির মফিজুর রহমানের ছেলে রাশেদ খান। তবে তার বাচ্চাটি সুস্থ আছে।
ষোলশহর রেলস্টেশন সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ওই পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ডেমু ট্রেন গেছে।
