আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের ব্যর্থতার পর থেকে নিজেকে অনেকটা আড়ালেই রেখেছেন । যোগ দেননি নিজের ক্লাব বার্সেলোনাতেও। নিজের মত করেই ছুটি কাটাচ্ছেন এই বার্সা তারকা।
কিন্তু তিনি তো ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। তাই এই আড়ালে থাকা অবস্থায়ও ফুটবলকে সঙ্গী করে রেখেছেন মেসি। আর তার ফুটবল খেলার পার্টনার হলো নিজের পোষা কুকুর! কুকুরটির সঙ্গেই হেসে খেলে এই সময়টা পার করছেন এলএম টেন।
গতকাল নিজের পার্টনার কুকুরের সঙ্গে ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মেসি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় সেটা হয়ে উঠছে ভাইরাল।
মেসির ক্লাব বার্সেলোনা এখন আমেরিকা সপরে রয়েছে। সেখানে মৌসুম শুরুর দুটি প্রস্তুতি ম্যাচ খেলেবে টটেনহাম, রোমা এবং এসি মিলানের সঙ্গে। দলের সঙ্গে নিয়ে পাঁচ বারের বর্ষসেরা খেলোয়াড় মেসি। মূলত দ্বিতীয় সারির দল নিয়েই খেলছে বার্সেলোনা। মেসির পাশাপাশি ছুটি কাটাচ্ছেন জেরার্ড পিকে, জর্ডি অ্যালবা, সার্জিও বুসকেটসরা।
Antonella Ig: 🦁⚽️ pic.twitter.com/fr86Tesmtb
— Leo Messi 🔟 Fan Club (@WeAreMessi) July 30, 2018
