Meherpur_bg20160527150015

২৭ মে : এক কলেজছাত্র নিহত মেহেরপুর-ঝাউবাড়িয়া সড়কে মেহেরপুর সদর উপজেলার নওদাপাড়া মোড়ে বালি ভর্তি ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর সদর উপজেলার বেলতলাপাড়ার জাফর ইকবালের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ঝিনাইদহ পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা শেষ করে ঢাকায় বুয়েট ভর্তি কোচিং করছিলেন। তিন দিন আগে তিনি ছুটিতে বাড়ি আসেন। সকালে মোটরসাইকেলযোগে মেহেরপুর শহরে বাজার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। ঝাউবাড়িয়া গ্রামের শেষে নওদাপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে লাশ পুলিশ হেফাজতে নেয়া হয় এবং ময়নাতদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031