চট্টগ্রাম :  পবিত্র কোরবানীর পশু বিক্রেতাদের অধিক মুনাফা না করে দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোারেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিটি কর্পোরেশন পরিচালিত নুর নগর হাউজিং এষ্টেট(কর্ণফুলী)এর গবাদি পশুর হাট শুভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

গবাদী পশুর হাটটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সিটি মেয়র¡ আ জ ম নাছির উদ্দীন বলেন, গবাদী পশুর হাটটিকে পরিচ্ছন্ন রাখতে হবে।স্বাস্থ্য সম্মত পরিবেশ থাকলেই ক্রেতা ও বিক্রেতা এখানে এসে তাদের পশু ক্রয়-বিক্রয় করতে পারবে।

মেয়র গবাদী পশুর বাজারে আগত পশু ব্যবসায়ী ও ক্রেতা সহ সকলের সার্বিক নিরাপত্তা বিধান, কোন ধরনের চাঁদাবাজি বা হয়রানী পরিলক্ষিত হলে তা কঠোর হস্তে দমন করার জন্য নগরীতে আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি আহবান জানান।

উদ্বোধন শেষে উক্ত হাটটি পরিদর্শন করে মেয়র পানীয় জল, শৌচাগার, গরু রাখার ব্যবস্থাপনা সহ প্রয়োজনীয় বিষয়গুলোর সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন।

অনুষ্ঠানে সভাপত্বি করেন গবাদি পশুর হাট ইজারাদার আলহাজ্ব তসকির আহমদ।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদ সাইফু ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন উর রশিদ, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, হাট ইজারাদার আলহাজ্ব আবদুর রহিম সওদাগর প্রমুখ।

উল্লেখ্য,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরীতে ২ সেপ্টেম্বর থেকে ঈদুল আযহা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে কোরবানী’র গবাদী পশুর হাট বসছে ৮টি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীতে সাগরিকা গরু বাজার, বিবিরহাট গরু বাজার কে স্থায়ীভাবে পরিচালনা করছে।এ দুটি ছাড়া পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কর্ণফুলী গরু বাজার (নুর নগর হাউজিং এষ্টেট) ষ্টীল মিল, কাটগড়, সল্টগোলা, পোস্তারপাড় স্কুল মাঠ ছাগল বাজার ও কমল মহাজন হাট সহ মোট ৬টি অস্থায়ী গবাদী পশুর হাট বসিয়েছে সিটি কর্পোরেশন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031