ধূমপান বন্ধে ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়ে কথা রাখলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
এক তথ্যে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন ৬০ হাজার মানুষ মাদক সেবন করেন তার মধ্যে প্রতি একশ মানুষের মধ্যে ৯৬ জন ধূমপান করেন। ধূমপান বন্ধ না করা গেলে মাদক সেবন বন্ধ করা যাবে না। মূলত মাদকে গ্রাস হয়ে যাওয়া ব্যক্তির শুরু হয় ধূমপান দিয়ে।
রোববার (৩০ জুলাই) ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষণাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, মাদক দেশ ও জাতির চরম শত্রু। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নিয়মিত মাদকমুক্ত চট্টগ্রাম মহানগরী গড়ে তোলার লক্ষ্যে মত-বিমিনময় সভা অনুষ্ঠিত হচ্ছে। মাদক ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে। মাদক সেবনে কোনো সুফল নেই। মাদক সহজলভ্য হওয়ায় এর ব্যবহা আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে। সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৬০ হাজার মানুষ প্রতিদিন মাদক সেবন করে। তবে শুরুটা হয় ধূমপানের মধ্যদিয়ে। তন্মোধ্যে কিশোর ও যুবকের সংখ্যা প্রায় ৫০ হাজার । বিত্তবান, মেধাবী, জ্ঞানীগুণী অনেকেই এ মাদকাসক্তিতে আসক্ত আছেন। এই মাদক নিয়ন্ত্রণ করার জন্যই বর্তমান আর্থিক বছরের বাজেটে ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা সংশোধিত বাজেটেও ছিল ২ কোটি টাকা।
এদিকে এন্টি ট্যোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)’র চট্টগ্রাম জেলার সমন্বয়কারী ইপসা’র প্রোগ্রাম অফিসার ওমর শাহেদ হিরো তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় সিটিজিনিউজকে জানান, বাজের প্রস্তাবনায় চট্টগ্রাম সিটি মেয়র কথা দিয়েছিলেন ধূমপান-মাদক নিয়ন্ত্রণে ২ কোটি টাকা বরাদ্দ রাখবেন। তিনি আজ তার বাজেট ঘোষণায় সে কথা রেখেছেন। আমরা আত্মার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞ ও অভিনন্দন জানাই।
