চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রকৌশল বিভাগের উপর নাগরিক সেবা বহুলাংশে নির্ভর করে বিধায় শতভাগ নাগরিক সেবার স্বার্থে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সর্বস্তরের প্রকৌশলীদের সাথে বৈঠকে মেয়র এ কথা বলেন।
এ সময় চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ডিপিপি সমূহের অগ্রগতি, প্রধান ও উপ সড়ক সমূহের উন্নয়ন, গ্রীণ এ্যাপারেল জোন বাস্তবায়ন, আয়বর্ধক প্রকল্প স্থাপন, ঝুঁকিপূর্ণ ভবন পুন: নির্মাণ, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত সহ সেবাধর্মী অবকাঠামোগত উন্নয়ন কর্মসূচির বিষয়ে মেয়র কথা বলেন।
সভায় প্রশাসনিক, প্রকল্প সহ নানাবিধ কর্মপরিকল্পনার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন প্রধান প্রকৌশলী লে.কর্ণেল মহিউদ্দিন আহমদ।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন,জবাবদিহিতার ভিত্তিতে স্ব স্ব ডিভিশনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে।বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক সমূহকে সংস্কার করে উপযোগী করে গড়ে তুলতে হবে। একে অপরের সাথে কো-অপারেশনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম সম্পাদন করতে হবে। অফিসিয়াল নীতি-কানুন মেনে দায়িত্ব পালন করতে হবে। সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বের করতে হবে।
তিনি আশা করেন সকলে আন্তরিক হলে নাগরিক প্রত্যাশা শতভাগ পুরন হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ। সভায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিভিল মো. রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিদ্যুৎ মো. মাহফুজুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন, নির্বাহী প্রকৌশলী রফিক উদ্দিন ছিদ্দিকী, বিপ্লব দাশ, ফরহাদুল আলম, হারাধন আচার্য, আহমদুল হক, এম সাইফুর রহমান, অসীম বড়–য়া, সাহাদাত মো. তৈয়ব, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ ঝুলন কুমার দাশ সহ নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ সহকারী প্রকৌশলী বৃন্দ স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তাদের মতামত উপস্থাপন করেন।
