গত সন্ধ্যায় রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনি মামলাটি দায়ের করেন। ৭ই মার্চ বাংলামোটরে নিপীড়নের শিকার মেয়েটির বাবা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে আসা লোকজনের হাতে মেয়েটি নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ফেসবুকে লেখা তার স্ট্যাটাসে চারদিকে তোলপাড় তৈরি হয়। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ওই ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ফুটেজ দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কাউকে ছাড় দেয়া হবে না। অন্যদিকে, সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমাবেশের বাইরে ঢাকার রাস্তায় কোথায় কী হয়েছে এটা আমাদের দলের বিষয় নয়। আর এটাতে অবশ্যই সরকারের দায় আছে। কোথাও যদি কিছু ঘটে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি খতিয়ে দেখছেন।
