স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের পরিবারের দখল থেকে রাজউকের জমি উদ্ধারের পক্ষে মতামত দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে রাজউকের জমি থেকে মোনায়েম খানের পরিবারকে উচ্ছেদের নিষেধাজ্ঞাও খারিজ করে দিয়েছে আদালত। তবে মোনায়েম খানের বাড়িতে তিন দিনের মধ্যে বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। সিটি করপোরেশনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের জানান, সবুজায়নের জন্য বরাদ্দকৃত জায়গা ঢাকা উত্তর সিটি করপোরেশন দখলে নিতে পারবে। বেষ্টনিভুক্ত জায়গার আয়তন  দৈর্ঘে ২০০ ফুট ও প্রস্থে ৫০ ফুট। জমির পরিমাণ প্রায় ১৪ কাঠা।
গত ৩ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযানের মাধ্যমে বনানীর ২৭ নম্বর সড়কে স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের পরিবারের দখলে থাকা প্রায় দশ কাঠা জমি উদ্ধার করে। এই উচ্ছেদের বিরুদ্ধে মোনায়েম খানের ছেলে কামরুজ্জামান খান আদালতে পিটিশন দায়ের করেন। ১৩ নভেম্বর আদালত মোনায়েম খানের প্লট বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলে এবং প্লট সংলগ্ন দখলকৃত জমি যৌথ জরিপের মাধ্যমে চিহ্নিত করতে নির্দেশ দেয়।
আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক, ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এবং মোনায়েম খানের পরিবারের সদস্যদের সমন্বয়ে যৌথ জরিপ শেষে বুধবার ওই জরিপ রিপোর্ট আদালতে উপস্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত উপরোক্ত  জারি করে।

ডিএনসিসি জানিয়েছে, মঙ্গলবারের যৌথ জরিপে মোনায়েম খানের দখলে রাজউকের আরও প্রায় সাড়ে চার কাঠা জমি পাওয়া গেছে। এ নিয়ে রাজউকের জমির পরিমাণ দাড়াল ১৪ কাঠা। এ জমিতে সবুজায়ন করার কথা ছিল। কিন্তু দখলবাজির কারণে রাজউক সেটা করতে পারেনি।

রাজউক জানিয়েছে, বনানী কবরস্থান সংলগ্ন এবং বিমানবন্দর সড়কের পাশে ২৭ নম্বর সড়কের ১১০ নম্বর প্লটটি জীবিতকালে মোনায়েম খান ভোগ দখল করেন। এক পর্যায়ে তিনি ওই প্লটে ‘বাগ-এ মোনায়েম’ নামের ভবন নির্মাণ করেন।

১৯৭১ সালের ১৩ অক্টোবর তিনি গেরিলা মুক্তিযোদ্ধাদের আক্রমণে আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যৃর পর পরিবারের সদস্যরা প্লটটি ভোগ দখল করে আসছেন। আইয়ুব খানের ঘনিষ্ঠ দোসর মোনায়েম খান ছিলেন তৎকালীন (১৯৬২ সালের ২৮ অক্টোবর থেকে ১৯৬৯ সালের ২৩ মার্চ পর্যন্ত) পূর্বপাকিস্তানের গভর্নর এবং মুসলিম লীগের শীর্ষনেতা।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031