রোহিঙ্গা ক্যাম্পগুলো মৌলবাদের প্রজনন কেন্দ্র হতে পারে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন আশংকা প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত এধরণের কোনো কর্মকা-ের খবর তার কাছে নেই বলে জানিয়েছেন তিনি। এ অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মৌলবাদের উত্থান ও মানবপাচারের বিষয়ে দৃষ্টি রাখার কথাও জানান নরওয়ের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার ‘লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি’ আয়োজিত এক আলোচনায় বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শারলোটা সøাইটার ও নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কথা বলেন। ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা সংকটে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মুক্ত আলোচনায় ভিন দেশী কূটনীতিকরা বলেন, রাতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কি ঘটছে তা অজানা। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমের চেয়ে স্থানীয় সাংবাদিকরা ভালভাবে উদঘাটন করতে পারবেন।
রোহিঙ্গা ইস্যুটি নিয়ে একাধিক দিক থেকে প্রতিবেদন প্রকাশের কারণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি হয়েছে বলেও জানান সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের সরকার ও জনগণসহ গণমাধ্যমের কাজের প্রশংসা করেন তারা। রোহিঙ্গা নারী, শিশুসহ স্পর্শকাতর ইস্যুগুলোতে সকলকে আরো সাবধান হওয়ার পরামর্শ দেন আলোচকরা। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবুল মনসুর, দৈনিক ইত্তেফাকের কূটনীতিক বিষয়ক সম্পাদক মাইনুল আলম, ইউএনএইচসিআর এর প্রোটেকশন অফিসার ভিনসেন্ট গুলে ও পাবলিক ইনফরমেশন অফিসার জোসেফ সূর্য, কানাডা হাইকমিশনের পলিটিক্যাল ও ইকোনোমিক অ্যাডভাইজার সৈয়দ শাহনেওয়াজ মহসিন ও চলচ্চিত্র পরিচালক নোমান রবিন। আয়োজক প্রতিষ্ঠান লক্ষ্যর প্রধান নির্বাহী রাইসুল হক চৌধুরী, সাংবাদিক মাকসুদ উন নবী ও সাংবাদিক জাকিয়া আহমেদ বক্তৃতা করেন। সাংবাদিক মোর্শেদ হাসিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে রোহিঙ্গাদের ওপর নির্মিত নোমান রবিনের ‘আ কোয়ার্টার মাইল’ তথ্যচিত্র প্রদর্শিত হয়।
