যশোর থেকে খুলনা যাওয়ার সময় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় ছয়জন আহত হয়েছেন।

রবিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনিয়া বেগম (২৪), দিঘিরপাড় গ্রামের আসমা বেগম (৩৫) ও আনজিরা বেগম (৪৬), খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের বীরেন্দ্রনাথ দত্ত (৪৮)।

আহত ব্যক্তিদের প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনজনের অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের একটি গাড়ি রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষমান মানুষদের ধাক্কা দেয়। এতে ওই ৬ জন আহত হন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনগণ প্রায় আধা ঘণ্টা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন।  এসময় পৌর মেয়র সুশান্ত দাস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

তবে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের গাড়িতে কোনও দুর্ঘটনা ঘটেনি। পাবলিক কোনও গাড়িতে ওই দুর্ঘটনা ঘটেছে।’

প্রসঙ্গত, মংলার দুবলার চরে রাসমেলায় যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রবিবার যশোর বিমানবন্দরে নেমে সড়কপথে সেখানে গেছেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031