ঢাকা-খাগড়াছড়ির একটি বাস ৩০ ফুট গভীর খাদে পড়ে একজন নিহত হয়েছে মিরসরাইয়ে। এসময় আহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতের নাম কলি আক্তার (৪৫)। তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী। সোমবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার করেরহাট ইউনিয়নের ঢাকা-খাগড়াছড়ি রোডের ভাঙ্গা টাওয়ার এলাকায় এই ঘটনা ঘটে।
দূর্ঘটনার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানার এএসআই জাহিদুল ইসলাম জসিম জানান, সোমবার সকালে খাগড়াছড়িগামী হ্যাপী-হাসি জিপ সাভির্সের একটি যাত্রী বাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-২৫৭২) করেরহাট ইউনিয়নের ভাঙ্গা টাওয়ার এলাকায় প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে কলি আক্তার নামে এক মহিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বলে জানা যায়।
