চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুর একটি পাটাতন ভেঙ্গে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে নির্মাণের ৮ বছরের মাথায় । এ অবস্থায়ই এই সেতুর উপর দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। এতে যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন সাধারণ মানুষ।
আর এ নিয়ে কোনো মাথাব্যাথা নেই সড়কটির তদারক কাজে নিয়োজিত সড়ক ও জনপথ বিভাগের নিযুক্ত ইজারাদার প্রতিষ্ঠান সিক্স স্টার করপোরেশন। বিগত ৮ বছর ধরে সেতুর টোল আদায় করে গেলেও চুক্তি অনুযায়ী সেতুটির কোনো রকম সংস্কার ও সংরক্ষণ করেনি বলে অভিযোগ উঠেছে কো¤পানীটির বিরুদ্ধে।
তবে সিক্স স্টার করপোরেশনের ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, সংস্কার ও সংরক্ষণ করিনি তা ঠিক নয়।