হাঙ্গেরি সফরে যাওয়ার সময় বিমান দুর্ঘটনাটা ছিল একটা যান্ত্রিক দুর্ঘটনা, আর কিছু না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন । এতে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নেই। তার পরও এই দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পেলে দেখা যাবে আসলে কি হয়েছিল। হাঙ্গেরি সফর নিয়ে আজ শনিবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের নিরাপদ ভ্রমণের জন্য আলাদা নতুন উড়োজাহাজ কেনার প্রয়োজন নেই। আলাদা বিমান কেনার মতো বিলাসিতা করার সময় আসেনি। তিনি বলেন, গরিবের ঘোড়া রোগ বলা হয় না- ঘোড়া পালতেও অনেক খরচ, সেটা আমরা চাই না। সাধারণ মানুষ যেটাতে চড়ে, আমরাও সেটাইতেই চড়ব। এসময় তিনি নির্দিষ্ট কারও জন্য নয়, যাত্রীদের জন্য বিমানকে আধুনিকায়নের উপর জোর দিয়ে রাষ্ট্রীয় সংস্থা বিমানের উন্নয়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যে দেশে হত্যাকারীরা পুরষ্কৃত হয়েছে, যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানানো হয়েছে। সে দেশে জীবনের হুমকি তো থাকবেই। তবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমি দেশে ফিরে রাজনীতি করছি। যে কয়দিন বেচে আছি সে কয়দিন জীবনের ঝুকি থাকবেই।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
