বাংলাদেশ দলের গত রাতে ম্যাচ ছিল বলে আজ কোনো অনুশীলন ছিল না । দুপুরে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করতে আসলেন খণ্ডকালীন হেড কোচ কোর্টনি ওয়ালশ। সকালে প্রেস রিলিজের মাধ্যমে বিসিবি জানিয়ে দিয়েছে, ফিট হওযায় বিকালেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। শুক্রবারের ‘ডু অর ডাই’ ম্যাচের জন্যই যে তাকে পাঠানো হচ্ছে, সেটা তো পরিষ্কারই। সাকিব আসছেন, এটা বাংলাদেশ দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার জন্যও। স্বাভাবিক কারণেই ওয়ালশ ও হাথুরুসিংহের সংবাদ সম্মেলনের একটা অংশ জুড়ে থাকলো সাকিব প্রসঙ্গ।

বিসিবির দাবি, সাকিবকে নাকি খেলার মতো ফিট বলে দিয়েছেন অস্ট্রেলিয়ান চিকিৎসক। বিসিবির মেডিকেল টিমও মনে করছে সেটা। বিসিবির দাবি এমনই। আসলে কতটা ফিট তিনি? জানা গেছে, বোলিং করতে কোনো অসুবিধা হচ্ছে না তার। অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরে নেটে বোলিং অনুশীলন করেছেন সাকিব। তবে ব্যাটিংয়ে ১০০ শতাংশ এফোর্ট দিতে পারবেন কি না সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ। তবে এটা অনুমান নির্ভর কথা। আসল পরিস্থিতি কী সেটা সাকিব নিজে ও তার চিকিৎকরাই বলতে পারবেন।

কোর্টনি ওয়ালশও আপাতত বলতে পারেননি যে সাকিব কোন পর্যায়ে আছেন? শতভাগ ফিট হয়েই আসছেন কি না? অবশ্য সাকিবের আশাটাকে স্বাভাবিকই মনে করছেন তিনি। সাকিব যে আবার শ্রীলঙ্কায় ফিরতে পারেন, সেটা অপ্রত্যাশিত কোনো ব্যাপার নয়।

ওয়ালশ বললেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই আশা করছিলাম ওকে পাওয়া যাবে। সাকিব এখানে এসেছিল। তবে খেলতে পারেনি। সে কিন্তু দলেরই অংশ ছিল। আমরা মনে করেছিলাম, যদি ইনজুরিটা কাটিয়ে উঠতে পারে, তবে যেকোনো সময়ই সে দলের সঙ্গে যোগ দেবে। ফিট সাকিবকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। এ বিষয় নিয়ে বেশি কথা বলার কিছু আছে বলে মনে করি না।’

দলে এই মুহূর্তে সাকিবের অভাব প্রকটভাবে ফুটে উঠেছে। অলরাউন্ডার হলেও সাকিবের অভাব মোটেও পূরণ করতে পারছেন না মিরাজ। তিন ম্যাচে উইকেট পাননি একটিও। ব্যাট হাতে রানও করতে পারছেন না। যে কারণে শতভাগ ফিট না হলেও হয়তো বিবেচনা করা হবে সাকিবকে।

যদিও ওয়ালশ সেটা বলতে চাইলেন না, ‘আসলে অন্য সবার মতো ওর অবস্থাও ভালো করে দেখে নিতে হবে। সে খেলার মত ফিট কিনা- এটা গুরুত্বপূর্ণ। ফিট থাকলে ওকে বিবেচনা করতেই হবে। কারণ সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ওকে দেখার পরই বলা যাকে সে খেলতে পারবে কি না।’

ওয়ালশ যোগ করেন, ‘ওর ইনজুরি কোন পর্যায়ে আছে তা পরীক্ষা করানো হয়েছে। সে নেট সেশন করেছে। ইতিবাচক মনে হচ্ছে। তবে আরেকবার তার অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।’

সাকিব ফিরলে অধিনায়কত্ব করবেন কে? এমন প্রশ্নের কৌশলী উত্তর ওয়ালশের, ‘এ ব্যাপারে সংশয়ের খুব সুযোগ আছে বলে মনে করি না। সে যদি খেলার মতো ফিট হয় তবে আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব। দলের জন্য যেটি ভালো হবে সেটটাই করা হবে। বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই করা হবে।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031