আপনি কি জানেন, বিশ্বের সবথেকে বুদ্ধিমান মানুষ কে? বিশ্বের বিস্ময় তালিকায় কোন মানুষটির নাম সবার ওপরে? জানেন না তো! তাহলে জেনে নিন এখনি। হ্যাঁ, বর্তমান বিশ্বের সবথেকে বুদ্ধিমান মানুষ হলেন- দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম গ্রহণ করা টেরেন্স টাও, এমনটাই দাবি www.wonderslist.com-এর।
এছাড়া বিশ্বের দশ বুদ্ধিমান মানুষের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছেন ক্রিস্টোফার হিরাটা (আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড সোনা পদকজয়ী)। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম উং-ইংও। ‘Highest IQ’ – বিভাগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলেছেন উং-ইং।তবে প্রথম তিনের মধ্যে টেরেন্স টাও তাঁদের থেকে অন্তত একশো ক্রোশ এগিয়ে। কিন্তু কেন? ঠিক কী কী আছে তাঁর মস্তিস্কে বা ঝুলিতে? একবার সেটা জানতে পারলে আপনিও মানবেন টেরেন্স টাওই বিশ্বের সবথেকে বুদ্ধিমান। তাহলে জেনে নিন, ঠিক কি কি কারণে তিনি বিশ্বের সবথেকে বুদ্ধিমান।
গণিতজ্ঞ টেরেন্সের অ্যাওয়ার্ড লিস্ট-
২০০০- Salem Prize
২০০২-  Bòcher Memorial Prize
২০০৩- Clay Research Prize
২০০৫- Ostrowski Prize
২০০৫- Levi L. Prize
২০০৫- Australian Mathematical Society Medal
২০০৬- MacArthur Fellowship
২০০৬- SASTRA Ramanujan Prize
২০০৮- Alan T. Waterman  Award
২০১০- George Pòlya Prize
২০১০- King Faisal International Award
২০১০- Nemmers Prize in Mathematics
২০১২- Carford Prize in Mathematics
২০১৪- Breakthrough Prize in Mathematics
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031