রাশিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোকে নতুন করে হুমকি দিয়েছে । দেশটি পশ্চিমাদের বাণিজ্যিক স্যাটেলাইট ধ্বংসের হুমকি দিয়েছে। রুশ পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কনস্তানতিন ভোরোনতসভ এই হুমকি দিয়েছেন।

যুদ্ধে পশ্চিমাদের স্যাটেলাইটগুলো যদি ইউক্রেনকে সহায়তার কাজে ব্যবহার করা হয়, তাহলে সেগুলো রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, এমন সতর্কতা দিয়েছেন কনস্তানতিন ভোরোনতসভ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত দপ্তরের উপপরিচালক কনস্তানতিন ভোরোনতসভ বলেন, বিশ্ব রাজনীতিতে পশ্চিমাদের অধিপত্য বাড়াতে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা মহাকাশ সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছে। পশ্চিমা স্যাটেলাইটগুলো ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা ‘চরম বিপজ্জনক একটি প্রবণতা।’

কনস্তানতিন ভোরোনতসভ ইউক্রেন যু্দ্ধে পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহারকে ‘উসকানিমূলক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

রাশিয়া ১৯৫৭ সালে বিশ্বে সর্বপ্রথম মানুষের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠায়। এরপর দেশটি ১৯৬১ সালে প্রথম কোনো মানুষকে মহাশূন্যে পাঠায়। দেশটির মহাকাশে হামলা চালানোর বড় সক্ষমতাও রয়েছে ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031