যুক্তরাষ্ট্র চীনের রাষ্ট্রপতি শি জিংপিং এর ঢাকা সফরের বিষয়টি কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করছে । শি জিং পিং ১৪ অক্টোবর ঢাকায় আসবেন।
রবিবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে আজকে এক বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিক্যাট বলেন, ‘এটি একটি বড় ঘটনা। এ সফরে কী ঘটে সেটি আমরা কৌতূহল নিয়ে দেখছি।’
জঙ্গি দমনে আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সফল কয়েকটি পুলিশ অভিযান দেখেছি। এর পেছনে পুলিশের সুষ্ঠু তদন্ত কার্যক্রম বলিষ্ঠ ভূমিকা রেখেছে।’
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ‘এটা খুব ভালো দিক যে পুলিশের নতুন অ্যাপলিকেশন চালু হয়েছে যার মাধ্যমে জনগণ সাধারণ অপরাধ ও সন্ত্রাসী ঘটনা সম্পর্কে রিপোর্ট করতে পারছে।’
শনিবারের অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘এটির বিষয়ে আমি বিস্তারিত জানি না। তবে সন্ত্রাসীদের গ্রেফতার করা, মেরে ফেলা, তাদের বিচারের মুখোমুখি করা জরুরি। এর পেছনের মূল কারণ বের করতে না পারলে এগুলো যথেষ্ট নয়।’
পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা বিষয়ে জানতে চাইলে বার্নিক্যাট বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফর করেছেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে সহযোগিতার বিষয়গুলো আলোচনা করেছি।’
