ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরের সময় জঙ্গিবাদ দমনে দেশটির পক্ষ থেকে নতুন প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন। আজ রোববার দুপুরে রাজধানীন সিরডাপ মিলনায়তনে পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যবিষয়ক সম্মেলনে তিনি এ কথা জানান।
‘গার্মেন্টস শ্রমিকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং এর প্রতিকূলতা ও সমাধান’ শীর্ষক দিনব্যাপী এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি, স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিএফআইডিসহ একাধিক এনজিও। পোশাকশ্রমিকদের স্বাস্থ্য অধিকারের কথা উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, এই সফর একটি সুযোগ এনে দিয়েছে। সফরের সময় কর্মসূচি নিয়ে আলোচনা হবে। তবে কী কর্মসূচি বা প্রস্তাব, তা তিনি ব্যাখ্যা করেননি।
