যুক্তরাষ্ট্র ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা করছে । দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার এ কথা জানিয়েছেন। তবে কূটনীতিক এবং দাতব্য সংস্থাগুলো বলছে, এটি করা হলে তা চলমান শান্তি আলোচনার পথ বন্ধ করে দেবে। একইসঙ্গে বিশ্বের সবথেকে বড় মানবিক সংকটকে আরো জটিল করে তুলবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করার খবর প্রথম প্রকাশ করে রয়টার্স। এরপর রোববার এক বিবৃতিতে মাইক পম্পেও বলেন, তার দপ্তর কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করবে। আনসার আল্লাহ বা হুতিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এফটিওভুক্ত (ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন) করতে চায় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে হুতি নেতাদেরও কালোতালিকাভুক্ত করবে দেশটি।
এরমধ্যে কয়েকজনের নাম জানিয়েছেন পম্পেও। যারা হচ্ছেন, আব্দুল মালিক আল-হুতি, আব্দ আল-খালিক বাদর আল-দিন আল-হুতি এবং আব্দুল্লাহ ইয়াহিয়া আল-হাকিম।
