চলছে দুই দিনের জাতীয় বিতর্ক উৎসব ২০১৭ফরিদপুরে । বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ বিতর্ক উৎসব শেষ হবে শুক্রবার সন্ধ্যায়।

এবছর ‘প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত জাতীয় বিতর্ক উৎসবে সারাদেশের ৪০টি স্কুল, আটটি কলেজ এবং ১৬ বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এর আগে ১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বাছাই চূড়ান্ত করা হয়।

ফরিদপুর শহরের জসিম উদ্দীন হলে শুক্রবার বিতর্ক উৎসবে সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেন এমপি।

এসময় মন্ত্রী বলেন, ‘যুক্তি একটি তরবারির চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। অস্ত্রের মাধ্যমে একজনকে প্রতিহত করা যায় কিন্তু যুক্তির মাধ্যমে পুরো মনুষ্য জাতির পরিবর্তন করা সম্ভব।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পরবর্তী ২১ বছরে দেশের অগ্রগতি ও অর্জন ছিল শূন্যের কোঠায়। শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে সরকার গঠনের পর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অগ্রযাত্রা শুরু হয়।’

অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ প্রমূখ বক্তব্য দেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031