এক যুবকের ছুরিকাঘাতে চার আনসার সদস্য আহত হয়েছেন হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর বহির্গমন লাউঞ্জে । পরে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ওই যুবককে আহত অবস্থায় আটক করে।
বিমানবন্দরের এপিবিএনের একটি সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী ছুরি নিয়ে বহির্গমন লাউঞ্জের তিন নম্বর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আনসার সদস্যরা তাকে বাধা দিলে তিনি ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে চার আনসার সদস্য আহত হন। তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম জানায়নি। ওই যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ঢাকাটাইমসকে বলেন, এক যুবকের হামলায় আনসারের চার সদস্য আহত হয়েছেন। পরে ওই যুবক আনসারের গুলিতে আহত হন। তাকে আটক করা হয়েছে।
