মধ্য বয়সী এক মহিলা অনলাইনে নগ্ন ছবি আপলোড হওয়ায় আত্মহত্যা করলেন । এই ঘটনায় স্কুলপড়ুয়া চার ছাত্রকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এর মধ্যে তিনজনই নাবালক। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব মেদিনীপুরের চান্দিপুরের ওই মহিলা মেয়েকে স্কুলে দিতে যাওয়ার পথে মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন।পরে সেই ফোনটি ফেরত পেলেও, তার ফোন থেকে ‘ব্যক্তিগত’ কিছু ছবি ‘চুরি’ করা হয়। সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে, ওই গৃহবধূকে শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য চাপ দিতে থাকে ধৃতরা।
মহিলা সেই প্রস্তাব ফিরিয়ে দিলে, অভিযুক্ত চার ছাত্র আলাদা আলাদাভাবে সেই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তার জেরে, চরম লজ্জায় গলায় দড়ির ফাঁস দিয়ে গত ১৭ মার্চ আত্মহত্যা করেন সেই গৃহবধূ।
পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তের নাম চন্দন গুছাইত (২১)। বাকি তিনজনের মধ্যে দুজনের বয়স ১৬। ধৃতদের ২ সপ্তাহের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে জেলা আদালত।
সূত্র: এই সময়
