নিহত আশরাফ উপজেলার চর মল্লিকপুর গ্রামের কুটি মল্লিকের ছেলে। শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ মল্লিকের (৪২) রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহতের স্ত্রী সোহেলী বেগম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী বাসা বাড়ি থেকে বের হয়। পরে তার ব্যবহ্নত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও সেটি রিসিভ করেনি। শুক্রবার ভোরে এলাকাবাসীর মাধ্যমে তিনি আশরাফের মৃত্যুর খবর পান। তিনি অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন ও মুখে বালু ভরা রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবী পরিবারের ।
স্থানীয় এলাকাবাসী জানান, যুবদল নেতা আশরাফ লোহাগড়া শহরের মদিনা পাড়ায় শ্বশুর ফরিদ শেখের বাড়িতে বসবাস করতো। আশরাফের লাশ লোহাগড়ার সিরাজুল ইসলাম সিরুর নির্মাণাধীন বাড়িতে পড়ে ছিল। খবর পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে লোহাগড়া থানার এসআই জাফর আহম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবদল নেতা আশরাফের নামে চরমল্লিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা ফায়েক মাস্টার হত্যা প্রচেষ্টাসহ গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামার তিনটি মামলা রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আশরাফের মৃত্যু রহস্য উদঘাটন সহজ হবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
