কেন্দ্রীয় নেতারা ক্ষমতাসীন দলের জাতীয় সম্মেলনের প্রস্তুতির জন্য করা সভায় দলের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কিছু কর্মীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন । ওই বৈঠকে বলা হয়, যুব মহিলা লীগের কিছু নেতা ও উঠতি কর্মীরা প্রায়ই দলীয় কর্মসূচির সামনের সারির আসন দখল করে বসে থাকেন। তাগাদা দিলেও তারা উঠেন না।
দলের জাতীয় সম্মেলনে যেন এমনকি না হয় সে দিকে নজর রাখার তাগিদ দেন নেতারা। তারা বলেন, আগামী ২২ ও ২৩ অক্টোবরের জাতীয় সম্মেলনে দেশের পাশাপাশি বিদেশি অতিথিরা। তাদের বসার জন্য নির্ধারিত আসনে যেন অননুমোদিত কেউ বসে না থাকেন।
বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সম্মেলন মঞ্চ প্যান্ডেলে আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত আসনে যেন আমাদের লোকজন না বসে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া প্রবীণ নেতাদের মর্যাদা সহকারে আসন দিতে হবে।’
নাছিম বলেন, ‘আমরা বরাবরই দেখতে পাই সামনের আসনগুলোতে নির্ধারিত কিছু লোক বসে থাকে। তারা সকাল দশটায় প্রোগ্রাম থাকলে ভোর ছয়টার সময় গিয়ে বসে থাকেন। সে স্থান থেকে উঠানো যায় না। এসব বিষয় এড়ানোর জন্য এখন থেকে অভ্যর্থনা কমিটিকে কঠোর নির্দেশ দেয়া উচিত।’
জবাবে অভ্যর্থনা উপ পরিষদ আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের দলের কেন্দ্রীয় নেতারা এমনটা করেন না। এ রকম বেশি করেন যুব মহিলা লীগ ও কিছু উঠতি নেতারা। এদেরকে ওঠানোই যায় না। এরা অন্ধ হয়ে যায়।’
আওয়ামী লীগের বৈঠকে উঠা সমালোচনার বিষয়ে জানতে চাইলে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল ঢাকাটাইমসকে বলেন, ‘সংগঠনের নেতাকর্মীরা এই কাজ করেন না। তবে কিছু মেয়ে সামনে বসতে চান। আর যেহেতু তারা নারী, সেজন্যই বয়সের কথা ভেবেই হয়ত মনে হয় তারা আমাদের কর্মী। নাসিম ভাইও হয়ত এ কারণেই এই কথা বলেছেন।’
অপু উকিল বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও বিব্রত হই। অনেক সময় জ্যেষ্ঠ নেতারা আসলে আমরা আসন ছেড়ে দেই। কিন্তু এই মেয়েরা বসে থাকে। এ কারণে মাঝেমধ্যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031