রাশিয়া বিশ্বকাপ মোট ৩২ দলের অংশগ্রহণে গত ১৪ জুন শুরু হয় । ৩২ দল থেকে টুর্নামেন্টে এখন টিকে আছে ১৬টি দল। গ্রুপ পর্ব থেকে ১৬টি দল বিদায় নিয়েছে। বিদায় নেয়া দলগুলো হচ্ছে সৌদি আরব, মিসর, মরক্কো, ইরান, পেরু, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, আইসল্যান্ড, সার্বিয়া, কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, জার্মানি, পানামা, তিউনিসিয়া, সেনেগাল ও পোল্যান্ড।
গত তিন বিশ্বকাপেই শিরোপা জিতেছে ইউরোপের দল। ২০০৬ সালে ইতালি, ২০১০ সালে স্পেন ও ২০১৪ সালে জার্মানি চ্যাম্পিয়ন হয়। এবারও ইউরোপের দলগুলো ভারো করছে। তাছাড়া এবার ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যে ১৬টি দল উঠেছে তার মধ্যে দশটিই হচ্ছে ইউরোপের। কিন্তু এই দশটি দলের মধ্যে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। তারা এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের আজ শেষ দিন। আজ কলম্বিয়া ও জাপানের দ্বিতীয় রাউন্ড ওঠার মাধ্যমে নিশ্চিত হয়েছে কোন ১৬টি দল দ্বিতীয় রাউন্ডে খেলবে। এবার ইউরোপ মহাদেশ থেকে দশটি, ল্যাটিন আমেরিকা থেকে চারটি, উত্তর আমেরিকা থেকে একটি ও এশিয়া মহাদেশ থেকে একটি করে দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে উরুগুয়ে ও রাশিয়া। ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্পেন ও পর্তুগাল। ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফ্রান্স ও ডেনমার্ক। ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা। ‘ই’ গ্রুপ থেকে উঠেছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে সুইডেন ও মেক্সিকো। ‘জি’ গ্রুপ থেকে উঠেছে ইংল্যান্ড ও বেলজিয়াম। ‘এইচ’ গ্রুপ থেকে উঠেছে কলম্বিয়া ও জাপান।
আগামী ৩০ জুন শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। রাউন্ড অব সিক্সটিন এর খেলা শেষ হবে আগামী ৩ জুলাই। এরপর আগামী ৬ জুলাই শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্ব। সেমিফাইনাল পর্বের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই। আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই।
