সাতক্ষীরার মহিলা এমপি মিসেস রিফাত আমিনের ছেলে রুমন ও তার বাহিনীর হাতে এবার রড-হাতুড়ির বেধরক পিটুনি খেলেন জেলা যুবলীগ নেতা জুলফিকার রহমান উজ্জ্বল। এসময়ে উজ¦লকে বাঁচাতে গিয়ে রুমন বাহিনীর মারপিটের শিকার হয়েছেন মিলন, কালাম, ফারুক ও সালাম নামের আরও ৪ যুবক। তাদের সবাইকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা পৌরসভা চত্বরে এই হামলার ঘটনা ঘটে। উজ্জ্বল জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য।

তবে রুমনের মা সংসদ সদস্য মিসেস রিফাত আমিন বলেন ‘শুনেছি পৌর সভায় টেন্ডার নিয়ে মারামারি হয়েছে। সেখানে আমার ছেলে রুমন ছিল না। রুমন তো আমার গাড়ি ঠিক করতে মিস্ত্রির কাছে গেছে। সেই কাজেই নিয়োজিত ছিল সে’। তিনি দাবি করেন ‘শহরে একটি চক্র আছে। কোনো কিছু ঘটলেই তার সঙ্গে আমার ছেলে রুমনের নাম জড়িয়ে দেয় চক্রটি’।

হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বল জানান, সন্ধ্যায় তিনি পৌরসভার একটি কক্ষে আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, প্যানেল মেয়র মো. সেলিম, কাউন্সিলর ফিরোজ হাসানসহ কয়েকজন বসে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তিনি নিচে নেমে আসতেই তার ওপর হামলা করে সংরক্ষিত আসনের (সাতক্ষীরা-৩১২) সংসদ সদস্য মিসেস রিফাত আমিনের ছেলে রাশেদ সরোয়ার রুমন। এ সময় পাশেই ছিল রুমনের মায়ের ব্যবহৃত জাতীয় সংসদের স্টিকারযুক্ত গাড়ি।

তিনি বলেন, রুমন লোহার রড দিয়ে তাকে বেপরোয়াভাবে মারপিট করতে থাকেন। রুমনের সঙ্গে পুরাতন সাতক্ষীরার আসাদ, রুবেলসহ আরও চার পাঁচজন ছিল।

উজ্জ্বল জানান, ‘রুমনদের ঠেকাতে গিয়ে তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আমার সহেযোগী মিলন, কালাম , ফারুক ও সালাম।’

উজ্জ্বল আরও অভিযোগ করেন, ‘পৌর প্রাঙ্গণে মারপিটের পর আমাকে পৌর গেটে এনে ফের আমার মাথায় ও কোমরে হাতুড়ি দিয়ে আঘাত করে রুমন। আমি মাটিতে পড়ে থাকলে সে আমার দেহের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়ারও চেষ্টা করে’।

হামলার কারণ কি জানতে চাইলে উজ্জ্বল বলেন ‘সম্প্রতি রুমন শহরের নারকেলতলায় রুপালি টায়ারের দোকানে জোর করে চাঁদাবাজি করছিল। আমি এতে বাধা দিয়ে তাকে বের করে দেই। আরও বলি এতে তোমার সংসদ সদস্য মায়ের ভাবমূর্তি নষ্ট হবে’। সেই থেকে রুমন আমার ওপর ক্ষিপ্ত ছিল। সে সুযোগের সন্ধানে ছিল’।

উজ্জ্বলের সহযোগীরা জানান, আমরা সবাই একটি টেন্ডার নিয়ে কথা বলছিলাম। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। বাইরে আসতেই দেখি মাদকাসক্ত যুবক রুমন আমাদের লক্ষ্য করে খিস্তিখেউর দিচ্ছে। আমরা কাছে আসতেই সে উজ্জ্বল ভাইয়ের ওপর লোহার রড দিয়ে আঘাত করে। এ সময় আমরা বাধা দিতেই সে আমাদেরকেও মারপিট করে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

রুমন সাতক্ষীরার স্বর্ণ চোরাকারবারী মিলন পালের পক্ষে গত রমজান মাসে সাহেব আলি নামের এক গরু ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন। এর কিছুদিন আগে তার মায়ের ব্যবহৃত জাতীয় সংসদের স্টিকারযুক্ত গাড়িসহ কয়েক তরুণিকে নিয়ে শ্যামনগরের একটি রিসোর্টে ধরা পড়ে জেল খাটেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031