এপিসিএল বাসের চালক রফিক মতিঝিল থেকে মোহাম্মদপুরে যাওয়ার চেষ্টা করছিলেন। সময় তখন শনিবার সকাল সাড়ে ৮টা। গুলিস্তান মোড়ে আসার পর ট্রাফিক পুলিশ তাকে রমনার রাস্তা এড়িয়ে দোয়েল চত্বর হয়ে নিউমার্কেট নিয়ে যাওয়ার কথা বলে দেন। কিন্তু দোয়েল চত্বরে এসেই তিনি বাস নিয়ে আটকে পড়েন। শহীদ মিনারের দিকে যাওয়ার জন্য ২০ মিনিটেও বেশি অপেক্ষা করতে হয় তাকে।
একই অবস্থা আওয়ামী লীগের ২০ তম কাউন্সিল স্থলের আশপাশের সবগুলো মোড়সহ রাজধানীর বিভিন্ন রাস্তায়। শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় কাউন্সিল শুরুর কথা থাকলেও ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা কাউন্সিলর ও ডেলিগেটরা সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলন স্থলে আসতে শুরু করেন। তবে বিশৃঙ্খলা এড়াতে গণপরিবহনের জন্য বিকল্প পথ নির্দিষ্ট করেও যানজট এড়ানো যায়নি।
