চট্টগ্রাম জেলা জজ আদালতে কর্মরত বিচারকরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে প্রথমবারের মতো রাজপথে নেমেছেন । মানববন্ধন ও র্যালি করে তারা ঘোষণা দিয়েছেন জাতির পিতার প্রশ্নে কোন আপস নয়। বিচারকরা শুধু বিচার করতে জানে তা নয়, প্রতিবাদও করতে পারে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরের দামপাড়া পুনাক ভবনের সামনে মানববন্ধনে অংশ নেন আদালতের শতাধিক বিচারক। পরে তাঁরা জেলা দায়রা জজ আদালত মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে প্রতিবাদ র্যালি নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে জেলা প্রশাসনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় জেলা দায়রা জজ আদালত মো. ইসমাইল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ পুরো জাতি বিক্ষুব্দ, বিচারকরাও তার অংশ। বিচারকরা বিচার করবে, একই সাথে প্রতিবাদও করবে। আমরা বিচারকের পাশাপাশি এই দেশের নাগরিকও।
সেই হিসেবে আমাদেরও দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার। জেলা দায়রা জজ আরো বলেন, জাতির পিতার প্রশ্নে বিচারকদের সামনে আপস করার কোনো সুযোগ নেই। জাতির পিতার সম্মান অক্ষুণœ রাখা আমাদের দায়িত্ব। জাতির পিতার সম্মান রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে নির্মাণাধীন জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে দেয় দুষ্কৃতকারীরা। একদিন পর সিসি টিভি ফুটেজ দেখে চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চট্টগ্রামের নেতাকর্মীরা বিক্ষুব্দ হয়ে উঠেন। প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিলের পাশাপাশি মানববন্ধন কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। এমনকি ভাস্কর্য ভাঙার উস্কানীদাতা হিসেবে হেফাজতে ইসলামের যুগ্নমহাসচিব মাওলানা মামুনুল হকের কুশপুত্তলিকাও দাহ করেছেন।
