রাজস্থান রয়্যালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের একমাত্র ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে। ফলে জিততে হলে কিংস ইলেভেন পাঞ্জাবকে করতে হবে ১৫৯ রান।
মঙ্গলবার জয়পুরে অনুষ্ঠিত ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের পক্ষে ৫৮ বল খেলে ৮২ রান করেন জস বাটলার। ২২ রান করেন সঞ্জু স্যামসন। কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষে মার্কাস স্টয়নিস ১টি, অ্যান্ড্রু টাই ৪টি ও মুজিব উর রহমান ২টি করে উইকেট নেন।
রাজস্থান রয়্যালস আজ তাদের দশম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। এর আগে নয় ম্যাচ তিনটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে তারা সবার নিচে অবস্থান করছে। অন্যদিকে, কিংস ইলেভেন পাঞ্জাবও আজ তাদের দশম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। এর আগে তারা নয়টি ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
রাজস্থান রয়্যালস ইনিংস: ১৫৮/৮ (২০ ওভার)
(অজিঙ্কা রাহানে ৯, জস বাটলার ৮২, কৃষ্ণাপ্পা গৌতম ৮, সঞ্জু স্যামসন ২২, বেন স্টোকস ১৪, স্টুয়ার্ট বিনি ১১, মহীপাল লমরোর ৯*, জফরা আর্চার ০, জয়দেব উনাদকাত ০; মার্কাস স্টয়নিস ১/১৫, আক্সার প্যাটেল ০/২৪, মোহিত শর্মা ০/২৯, অ্যান্ড্রু টাই ৪/৩৪, রবীচন্দ্রন অশ্বিন ০/৩৪, মুজিব উর রহমান ২/২১)।
