বিধ্বস্ত হয়েছে রাশিয়ার সামিরক বাহিনীর একটি বিমান ৩৯ জন আরোহী নিয়ে সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে। সোমবার ইলিউশিন আইএল-১৮ নামের বিমানটি ইয়াকুতিয়া শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে ২৭ আরোহী নিহতের কথা জানালেও পরে তা সংশোধন করে বলেছে, ১৬ জন গুরুতর আহত হয়েছেন। বিমানটি জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ সময় সেটি তিনটি টুকরা হয়ে ভেঙে পড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে এমআই-১৮ নামের তিনটি হেলিকপ্টার তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বৈরী আবহাওয়ার কারণে রাশিয়ার পশ্চিমের নিকববর্তী বুলুন জেলায় বিধ্বস্ত আইএল-১৮ বিমানটিতে ৩২ যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
