রাশিয়া বরাবরের মতোই সিরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে জাতিসংঘে ভেটো দিয়েছে। সিরিয়ায় ইদলিব প্রদেশে খান শেইখুনে রাসায়নিক গ্যাস হামলা চালিয়ে কমপক্ষে ৮৬ জন বেসামরিক মানুষকে হত্যার অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ও ওই হামলার দ্রুত তদন্তের আহ্বান সম্বলিত প্রস্তাবের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে ভেটো দেয় বলিভিয়াও। প্রস্তাবের পক্ষে ১০টি দেশ ভোট দিলেও ভোট দানে বিরত থাকে চীন, কাজাখস্তান ও ইথিওপিয়া। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, বৃটেন ও ফ্রান্স ওই নিন্দা প্রস্তাব আনে। কিন্তু তা রাশিয়ার ভেটোতে কার্যত স্থবির হয়ে পড়লো। সিরিয়ার বিরুদ্ধে এমন প্রস্তাবে এ নিয়ে আটবার ভেটো দিলো রাশিয়া। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়ার এমন সিদ্ধান্তে তিনি আতঙ্কিত। এতে সিরিয়া অন্য রকম সাহস পাবে। উল্লেখ্য, সিরিয়া নিয়ে উত্তেজনাকর অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আস্থা বর্তমানে সর্বনি¤œ পর্যায়ে পৌঁছেছে। তিনি ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও কম যান নি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই দু’দেশের আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, তারা সিরিয়াকে শাস্তি দেয়ার জন্য ভূমধ্যসাগর থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাত করেন রেক্স টিলারসন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031