আমেরিকা আর রাশিয়ার ইঁদুর দৌড় দীর্ঘকালের অস্ত্র ভাণ্ডার বা বিশ্বরাজনীতিতে নিজেকে সেরা হিসেবে দেখাতে । স্নায়ুযুদ্ধের পর নব্বইয়ের দশক থেকে এটি কিছুটা স্তিমিত থাকলেও সাম্প্রতিক সময়ে তা যেন আবার ফিরে এসেছে। সিরিয়া দিয়ে শুরু। সেখানে আমেরিকাকে একা রাজত্ব করতে দেয়নি রাশিয়া।
এবার নিজেদের পুরনো যুদ্ধক্ষেত্র আফগানিস্তানে ফিরে এসেছে দুই বিশ্বমোড়ল। সেখানে ১৩ এপ্রিল রাতে সবচেয়ে বড় অপারমাণবিক বোমা ফেলেছে আমেরিকা, যার নাম ‘মাদার অব অল বম্ব’, মানে ‘সকল বোমার মা’। তরে রাশিয়া না ফেললেও নিজেদের জানান দিতে দেরি করেনি। তারা নাকি বানিয়েছে ‘ফাদার অব অল বম্ব’, মানে ‘সকল বোমার বাপ’।
ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি)-এর মতন অপারমাণবিক বোমার কথা আগে শোনা যায়নি এর আগে। এত বিশাল এবং শক্তিশালী বোমাকে তাই বলা হয়েছিল ‘সকল বোমার মা’। ৩০ ফুট লম্বা আর ৯ হাজার কেজি ওজনের বোমাটি সম্প্রতি আফগানিস্তানের যুদ্ধে ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সেই ধোঁয়া কাটতে না কাটতেই নতুন আরেক বোমার খবর দিয়ে গণমাধ্যমকে কাঁপিয়ে দিয়েছে রাশিয়া। অনেকটা ঠাট্টার ছলেই এ বোমার নাম দিয়েছে ‘ফাদার অব অল বম্ব’, যা যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্ব’-এর চেয়ে চার গুণ বড় ও শক্তিশালী।
২০০৭ সালে বানানো ‘ফাদার অব অল বম্ব’ বোমার সক্ষমতা ৪৪ টন টিঅ্যান্ডটির বিস্ফোরণ ক্ষমতার সমান। বিস্ফোরণ কেন্দ্র থেকে ১০০০ ফুট পর্যন্ত যা কিছু থাকবে, সব ধ্বংস করার ক্ষমতা রাখে বোমাটি।
তবে বোমাটি কোথায় ব্যবহার করা হবে সে বিষয়ে তেমন কিছুই বলেনি রাশিয়া।
