রাশিয়ার গোয়েন্দা সংস্থা মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। বৃহস্পতিবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্রেট নেতারা এমন অভিযোগ করেছেন। কমিটির ভাইস চেয়ারম্যান সিনেটর ডায়ান ফেইনস্টেইন ও কমিটির র্যাঙ্কিং মেম্বার কংগ্রেসম্যান অ্যাডাম স্কিফ এক বিৃবতিতে বলেছেন, ‘আমাদেরকে যেসব ব্রিফিং পেয়েছি তার ভিত্তিতে আমরা এই উপসংহারে উপনীত হয়েছি যে রাশিয়ান গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার করতে মারাত্মক ও সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। নিদেনপক্ষে এই প্রচেষ্টার লক্ষ্য হলো আমাদের নির্বাচনের নিরাপত্তা নিয়ে সংশয় সৃষ্টি করা। আর আমাদের নির্বাচনের ফলাফলে প্রভাব রাখার লক্ষ্যও থাকতে পারে- রাশিয়ানদের এহেন আচরণের পেছনে অন্য কোনো যৌক্তিকতা আমরা দেখছি না।’ মার্কিন আইনপ্রণেতারা এও বলেছেন, তাদের বিশ্বস, ‘রাশিয়ান গোয়েন্দা সংস্থাগুলোকে এমন কিছু করার আদেশ শুধু দেশটির সরকারের সিনিয়র পর্যায় থেকেই আসতে পারে।’
ফেইনস্টেইন ও স্কিফ বলেন, ‘আমরা এই কর্মকাণ্ডগুলো অবিলম্বে বন্ধ করতে প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানাই। আমাদের নির্বাচনে কোনো বিদেশি সরকারের হস্তক্ষেপের চেষ্টা আমেরিকানরা বরদাশত করবে না। আমাদের প্রত্যাশা সকল মার্কিনি রাশিয়ার এই প্রচেষ্টা প্রত্যাখ্যান করতে একতাবদ্ধ হবে।’