নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। আপিলের ওপর আগামী ৬ই ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া রায়ে স্থগিতাদেশ চলমান থাকবে বলেছেন আদালত।
আদেশে বলা হয়, লিভ টু আপিলকারী দুই সপ্তাহের মধ্যে আপিলের (আবেদনের) সংক্ষিপ্তসার জমা দেবেন। এর এক সপ্তাহ পর বিবাদী রিট আবেদনকারী আপিলের সংক্ষিপ্তসার জমা দেবে।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজীম।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
