দুই দিনের সফরে মঙ্গলবার বিকালে পটুয়াখালী পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ । সেখানে তিনি কুয়াকাটা সৈকতে সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করেন। এ সময় তার পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার বিকাল ৪টা ৩৩ মিনিটের দিকে কুয়াকাটা পর্যটন মোটেল ও ইয়ুথ ইনের পার্শ্ববর্তী তুলাতলি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে।

এ সময় স্থানীয় আইনপ্রণেতারা ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

পরে রাষ্ট্রপতি তার পরিবারের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কুয়াকাটা সৈকত ভ্রমণ ও কুয়াকাটার সূর্যাস্ত উপভোগ করেন।

কলাপাড়া উপজেলার কুয়াকাটা বাংলাদেশের একটি ব্যতিক্রমী নয়নাভিরাম নৈসর্গিক শোভামণ্ডিত ইকো-ট্যুরিজম। পর্যটন কেন্দ্রটি জেলা সদর পটুয়াখালী থেকে প্রায় ৭০ কিলোমিটার ও রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, ‘রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর আগামীকাল বুধবার বিকাল ৩টায় পিএসটিইউ’র দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।’

পিএসটিইউ সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সমবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। এছাড়াও অনুষ্ঠানে সাবেক ইউজিসি চেয়ারম্যান এবং বাংলাদেশ একাডেমি অব সাইন্স এমেরিটাস এর সভাপতি প্রফেসর ড. একে আজাদ চৌধুরী বক্তৃতা করবেন। -বাসস

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031