কানাডার একটি আদালতের রায়ের পর বিএনপিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য অযাচিত বলে মনে করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জয় মাঝেমধ্যে না জেনেবুঝে কথা বলেন, এটা উচিত নয়।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী এই পরামর্শ দেন। বলেন,‘প্রধানমন্ত্রীর পুত্র জয় মাঝে মাঝে দেশবাসীর উদ্দেশে বাণী দিয়ে থাকেন। তবে জয়ের বাণী জনগণকে বিভ্রান্ত করে, অনেকে তার বাণী উপভোগও করেন।’

সম্প্রতি কানাডার একটি আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। পরে সজীব ওয়াজেদ জয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে আখ্যায়িত করেন।

সম্প্রতি কানাডাভিত্তিক অনলাইন বাংলা সংবাদপত্র নতুন দেশে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির সদস্য হওয়ার কারণে একজন বাংলাদেশির রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছিলেন সে দেশের ইমিগ্রেশন কর্মকর্তা। এই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ওই ব্যক্তি। আর জুডিশিয়াল রিভিউর আবেদন নিষ্পত্তি করতে বিচারক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন।

এই খবর প্রকাশ হওয়ার পর বাংলাদেশেও বিষয়টি আলোচনার জন্ম দেয়। প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনিও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে লিখেন ‘যখন কেউ বেসামরিক নাগরিকদের উপরে হামলা চালায়, তখন সে সংগঠন রাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করার অধিকার হারায়-উভয়েই সন্ত্রাসী সংগঠন।’

জয় লিখেন, ‘যেসব বিএনপি কর্মী ও নেতারা এসব আক্রমণ করেছে; যারা এতে অর্থ বিনিয়োগ করেছে এবং যারা এসব হামলা অনুমোদন দিয়েছে সবাইকে যতদিনই লাগুক না কেন শাস্তি তাদের পেতেই হবে।’

জয়ের সেই বক্তব্যের কথা উল্লেখ করে রিজভী বলেন, কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয়ার পাশাপাশি আওয়ামী লীগকেও সন্ত্রাসী সংগঠন বলেছিল। অথচ অর্ধেক স্টাডি করার কারণে জয় বিএনপিকে জড়িয়ে বিরূপ মন্তব্য করেছেন।’

বিএনপি নেতা বলেছেন, ‘জয়ের উচ্চশিক্ষা থাকলেও কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করেছেন তা জানি না। তিনি মাঝে মাঝে কথা বলেন সেটা নিয়ে ভালো করে স্টাডি করেন না। তাই তার আরও স্টাডি করে কথা বলা দরকার।’

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, দেশের ৯৯ ভাগ মানুষ গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে। জনগণের মতামতকে উপক্ষো করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর বিরুদ্ধে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031