ঢাকা : আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ রিভিউ শুনানি শুরু হয়।একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে চূড়ান্তভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউয়ের শুনানি শুরু হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন-বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার এবং বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। মীর কাসেম আলীর পক্ষে শুনানি করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে  আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১৯ জুন আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম আলী। এ আবেদনের দ্রুত শুনানি চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আনা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জুন আপিল বিভাগের চেম্বারআদালত বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য ২৫ জুলাই দিন ধার্য করেন। ২৫ জুলাই শুনানিতে আসামিপক্ষ সময় আবেদন করলে তা মঞ্জুর করেন ২৪ আগস্ট নির্ধারণ করেন আদালত।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ করা হয়।

এরআগে গত ৮ মার্চ মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় প্রকাশ করে আপিল বিভাগ।

২০১৪ সালের ২ নভেম্বর মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

(ঢাকাটাইমস/২৮ আগস্ট/এমএবি/এআর/ঘ.)
মীর কাসেমের রিভিউ শুনানি আজ

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031