স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা চলতি মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করল । একের পর এক ম্যাচ জিতেই চলেছে মেসি-সুয়ারেজরা। গেল রাতে নবাগত জিরোনাকে ৩-০ ব্যবধানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বজায় রাখল ভালভার্দের দল। দুটি সুইসাইড আর এক গোল এসেছে লুইস সুয়ারেজের পা থেকে।
জিরোনার মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেত বার্সা। কিন্তু অ্যালেক্স ভিদালের ডান পায়ের শট আটকে দেয় জিরোনা। নবম মিনিটে সুযোগ পেয়েও হাতছাড়া করেন লুইস সুয়ারেজ। আন্দ্রেস ইনিয়েস্তার বাড়ানো বল সুয়ারেজের পা ছুঁয়ে গোলপোস্টের বাম পাশ দিয়ে বের হয়ে যায়।
১২তম মিনিটে জিরোনা তারকা ডগলাস লুইসের চেষ্টা ব্যর্থ করে দেন বার্সা গোলরক্ষক। ১৭তম মিনিটে ফ্রি-কিক পায় কাতালানরা। কিন্তু মেসির ফ্রি-কিক থামিয়ে দেন জিরোনা গোলকিপার গোরকা ইরাইজজ। এর কয়েক সেকেন্ড পরেই প্রথম গোলের দেখা পায় বার্সা। তাও জিরোনা ফুটবলারের ভুলে।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। বিরতির পর ৪৮তম মিনিটে জিরোনা গোলরক্ষক গোরকা ইরাইজজের আত্মঘাতীতে স্কোরলাইন ২-০ করে বার্সা। ৬৯তম মিনিটে সুয়ারেজের গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার। লম্বা বল ধরে গোলরক্ষককে ফাঁকি দেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
আগের ম্যাচে আলাভেসকে হারানো রিয়াল মাদ্রিদ আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে। তাদের অর্জন ১১ পয়েন্ট। দিনের প্রথম ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে সেভিয়া। আর লা লিগায় প্রথম ছয়টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সা।
