ব্যাপক লড়াই চলছে পূর্ব ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সেভেরোদনেৎস্ক শহরের নিয়ন্ত্রণ ও দখল নিতে । কিন্তু এখনো পিছু হটেনি ইউক্রেনের যোদ্ধারা। শহরটির একটি রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। খবর রয়টার্সের।

রুশ বাহিনীর তরফ থেকে ইউক্রেনের যোদ্ধাদের বুধবার সকাল ১১টার মধ্যে আত্মসমর্পণের আল্টিমেটাম দেওয়া হলেও, তাতে সাড়া দেননি তারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে ইউক্রেনে অত্যাধুনিক অস্ত্র পাঠানো নিয়ে আলোচনা হবে।

ইউক্রেন জানিয়েছে, ‘আজত’ রাসায়নিক কারখানায় সেনাদের পাশাপাশি ৫০০ বেসামরিক নাগরিকও আটকে আছেন। সেভেরোদনেৎস্কের বেশিরভাগ অংশ রুশ বাহিনীর দখলে চলে গেলেও এই কারখানা ঘিরে এখনো ইউক্রেনের প্রতিরোধ টিকে আছে।

এদিকে, রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনৎসেভ বলেছেন, ইউক্রেন যোদ্ধাদের উচিত হবে ‘অর্থহীন প্রতিরোধ’ অবসান ঘটিয়ে অস্ত্র ত্যাগ করা। করিডোরের মাধ্যমে বের হয়ে আসতে দেওয়া হবে বেসামরিক ব্যক্তিদের ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031