আজ শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় লড়াই পাকিস্তানে । একে স্নায়ুযুদ্ধ বললেও বাড়িয়ে বলা হবে না। কারণ, এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তিমত্তার প্রকাশ ঘটাতে চাইছে। একদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ। অন্যদিকে বিরোধীদের রাজনৈতিক জোট পিডিএম। প্রস্তুত সবাই। রাজধানী ইসলামাবাদে টান টান উত্তেজনা। সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
শ্রীনগর হাইওয়েতে মোতায়েন করা হয়েছে ১৫ হাজার রেঞ্জার। তাদের সঙ্গে সেখানে দায়িত্ব পালন করবে ফ্রন্টিয়ার কোরের সদস্যরা। পরিস্থিতির অবনতি হলে ডাকা হতে পারে সেনাবাহিনীকে। এরই মধ্যে পিটিআইয়ের নেতাকর্মী, সমর্থকরা সমাবেশস্থলে সমবেত হওয়া শুরু করেছেন।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বিরোধী দলগুলোকে সতর্ক করেছেন। বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশ বা ‘জলসা’র খবর সংগ্রহ থেকে বেসরকারি মিডিয়াকে অনুমোদন দেয়া হয়নি। ইমরান খানের ওপর যখন রাজনৈতিক চাপ তীব্র আকার ধারণ করেছে, তার ক্ষমতায় টিকে থাকা না থাকার মধ্যে ভাগ্য দুলছে, তখন দলীয় শক্তি প্রদর্শেেনর জন্য আজ রোববার মহাসমাবেশ ডাকা হয়েছে। সারা দেশে নিজ দলের সব নেনতাকর্মী ও সমর্থকদের এই সমাবেশে উপস্থিত হতে স্বয়ং ইমরান খান আহবান জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দলীয় জোট পিডিএমের ব্যানারে জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের (জেআইআইএফ) নেতাকর্মী ও সমর্থকরা সমবেত হচ্ছেন শ্রীনগর হাইওয়েতে।

পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের (পিএমএলএন) নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ, পাঞ্জাবে বিরোধী দলীয় নেতা হামজা শাহবাজ মিলে জিটি রোড থেকে রাজধানীমুখি র‌্যালিতে নেতৃত্ব দেবেন। এসবের মধ্য দিয়ে তারা ক্ষমতাসীন পিটিআই সরকারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়ার আহবান জানাচ্ছেন। তবে শনিবার রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে জেইউআইএফ’কে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ। তিনি বলেছেন, রাজধানী ইসলামাবাদে অবস্থান ধর্মঘট করতে অনুমতি দেয়া হবে না তাদের। কারণ, তাদেরকে শনিবার পাবলিক মিটিং করার অনুমোদন দেয়া হয়েছিল।

যদি তারা রোববারও র‌্যালি করতে চায় তাহলে তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। কোন দলকে রেড জোন হিসেবে পরিচিত সুরক্ষিত অঞ্চলে প্রবেশ করতে দেয়া হবে না। যদি অন্য দলের রাজনৈতিক রুটে বাধা সৃষ্টি করে কেউ অথবা সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে অবস্থান ধর্মঘট করে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বিরোধীদের আসন্ন র‌্যালিগুলোতে তাদেরকে সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের সব পার্লামেন্ট সদস্যকে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে।

নিরাপত্তা পরিস্থিতি
শেখ রশিদ বলেন, এরই মধ্যে শ্রীনগর হাইওয়ের নিরাপত্তা হস্তান্তর করা হয়েছে পাকিস্তান রেঞ্জারস এবং ফ্রন্টিয়ার কোরের কাছে। সেখানে নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বাহিনীর ১৫ হাজার সদস্য। তারপরও প্রয়োজন হলে সংবিধানের ২৪৫ ধারা অনুযায়ী সরকার সেনাবাহিনী ডাকার কর্তৃত্ব বা ক্ষমতা রাখে। তিনি বলেন, আশা করা হচ্ছে পরিস্থিতি সেদিকে যাবে না। এরই মধ্যে দেশের বিভিন্ন অংশ থেকে পিটিআইয়ের নেতাকর্মীরা এসে সমবেত হচ্ছেন প্যারেড গ্রাউন্ডে। দলের সর্বশক্তি প্রদর্শনের জন্য সেখানে মঞ্চ প্রস্তুত। তবে এ নিয়ে অভিযোগ করেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। তারা বলছে, অন্য দেশের কাছ থেকে পাওয়া অর্থ বা তহবিল ব্যবহার করে রাস্তার লোকজনকে ধরে এনে র‌্যালিতে ব্যবহার করছে পিটিআই।

ষড়যন্ত্র তত্ত্ব
পিপিপির সিনেটর পালওয়াশা খান এবং রুবিনা খালিদ সংবাদ সম্মেলন করেছেন শনিবার। তারা বলেছেন, একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। তা থেকে ইসলামাবাদের রাজপথে রক্তের বন্যা বয়ে যেতে পারে। সংঘাত এড়াতে রাজধানীতে অবস্থান ধর্মঘট না করতে অন্য বিরোধী দলের প্রতি পরামর্শ দিয়েছে পিপিপি। সিনেটর পালওয়াশা খান বলেন, হুমকি আসছে ভারত, ইসরাইলের মতো দেশগুলো থেকে। এসব দেশ থেকে পিটিআইয়ের জন্য তহবিল আসছে। সেই অর্থ খরচ করা হচ্ছে জনসমাবেশে। তিনি বলেন, বিরোধীদের বিরুদ্ধে র‌্যালিতে নেতৃত্ব দেয়ার কাজ স্বরাষ্ট্রমন্ত্রীর নয়। যেকোনো পরিস্থিতির জন্য দায়ী হবেন তিনি। এ সময় পিপিপির এই সিনেটর পিটিআই’কে সাংবিধানিক উপায়ে অনাস্থা প্রস্তাব মোকাবিলা করার আহবান জানান।

থামিয়ে দেয়া হয়েছে সাংবাদিকদের
পিটিআই তাদের সমাবেশকে ‘ঐতিহাসিক জলসা’ হিসেবে আখ্যায়িত করছে। এতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু শনিবার রাতে দলটির মুখপাত্র ঘোষণা করেন যে, এই সমাবেশে পেশাদারী ক্যামেরা ব্যবহার করতে পারবেন না সাংবাদিকরা। কারণ, এসব ক্যামেরা নিরাপত্তার জন্য ঝুঁকি। বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা নিরাপত্তার কারণে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত জানানোর পর পিটিআইয়ের আয়োজক ও সাংবাদিকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বলা হয়, সাংবাদিকরা সমাবেশের ফুটেজ এবং ছবি ধারণ করতে তাদের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পিটিআইয়ের এই মনোভাবের বিরুদ্ধে মিডিয়া বিষয়ক পরিষদে অভিযোগ দেযার সিদ্ধান্ত নিয়েছেন ফটোসাংবাদিকরা। এ বিষয়ে যোগাযোগ করা হলে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, মিডিয়াকে সুবিধা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চেষ্টা চলছে।

পিএমএলএনের বিক্ষোভ
শনিবার লাহোরের মডেল টাউনে অবস্থিত দলীয় প্রধান কার্যালয় থেকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লং মার্চ শুরু করে পিএমএলএন। এ দলের নেতারা আশা করছেন এর মধ্য দিয়ে ইমরান সরকারের কফিনে শেষ পেরেকটি পোতা হয়ে গেছে এটাই প্রমাণ করে। এদিন লংমার্চে অংশ নেন মরিয়ম ও তার চাচাতো ভাই হামজা। রাজধানী ইসলামাবাদমুখে শম্বুকগতিতে অগ্রসর হচ্ছিল এই র‌্যালি, সেখানে ৯ দলীয় জোট পিডিএমের ব্যানারের অধীনে সমাবেশে যোগ দেয়ার কথা তাদের। ওদিকে শনিবার জেইউআইএফ’কে সতর্ক করেছে ইসলামাবাদ হাই কোর্ট। যেকোনো সমাবেশের জন্য তারা অনাপত্তি পত্র দেখানোর নির্দেশ দিয়েছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031