ইংলিশ ক্লাব লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে আগামী শনিবার স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। এবারের মৌসুম জুড়েই লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলছেন মিশরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ। ফাইনাল ম্যাচেও তিনি নিজের সেরাটা দিয়ে দলকে ভালো কিছু উপহার দিবেন বলে আশা করা হচ্ছে।
বর্তমানে চলছে পবিত্র রমজান মাস। মোহাম্মদ সালাহ একজন মুসলিম। তিনি নিয়মিত রোজা পালন করছেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের দিনও মোহাম্মদ সালাহ রোজা ভাঙবেন না বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
মিশরীয় পত্রিকা আল মাসরি আল ইয়াওয়ুম লিখেছে, ‘ফাইনাল ম্যাচে রোজা সালাহর খেলার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। সালাহর প্রতি দোয়া করতে তার পরিবার তিনটি গরু জবাই দিবে।’
কিয়েভে যখন ফাইনাল ম্যাচটি শুরু হবে তার প্রায় ৩০ মিনিট পূর্বে সেখানে সূর্য অস্ত যাবে। অর্থাৎ, খেলা শুরুর পূর্বেই মোহাম্মদ সালাহ ইফতার করতে পারবেন।
মিশর এবার ফিফা বিশ্বকাপে অংশ নিবে। মিশর যে এবার বিশ্বকাপে অংশ নিবে এর পেছনে বড় অবদান আছে মোহাম্মদ সালাহর। বিশ্বকাপে গ্রুপ ‘এ’তে রাশিয়া, উরুগুয়ে ও সৌদি আরবের মুখোমুখি হবে মিশর।
