নেইমার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর পথই অনুসরণ করেন । ১৯৯৭ সালে ক্যাম্প ন্যু’কে বিদায় বলেছিলেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন রোনালদো। ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় কাতালানদের ছেড়ে দেন রোনালদো। নেইমারও একই কারণে বার্সা ছেড়ে পিএসজিতে বাসা বেঁধেছেন, দাবি রোনালদোর।

ইংলিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’ জানিয়েছে, নেইমারের বার্সা ছাড়া প্রসঙ্গে রোনালদো বলেন, ‘ক্লাবের সাথে সমস্যা হওয়ায় নেইমার বার্সা ছেড়েছে, ঠিক আমি যেটা ১৯৯৭ সালের দিকে করেছি। আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। কারণ আমি জানি না এর পেছনে মূল ইস্যু কী। মনে হচ্ছে বার্সা বোর্ডের সঙ্গে কিছু একটা হয়েছে নেইমারের। যে জন্য সে বার্সা ছেড়ে দিয়েছে।’

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার।

এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সার হয়ে একশর বেশি গোল করেন নেইমার। ক্যাম্প ন্যু’তে থাকাকালে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেন নেইমার।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031