পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ব্রিফ করেছেন। আজ রোববার বিকাল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং শুরু হয়। দুই পর্বের ব্রিফিংয়ে প্রথম পর্বে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মান, ইতালি, তুরস্ক, রাশিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, নরওয়ে, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং জাতিসংঘ, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), বিশ্ব খাদ্য সংস্থা (ফাও), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রেডক্রসের প্রতিনিধিরা অংশ নেন। দ্বিতীয় পর্বের ব্রিফিংয়ে অংশ নেন মিশর, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্সরা। প্রথম পর্বের ব্রিফিং শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেন, বিদজ্জনক অবস্থায় রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায় না। রাখাইনে তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা করতে হবে। এছাড়া প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ মিয়ানমারকে চাপে রাখার যে কৌশল নিয়েছে তাতেও সমর্থন জানান মার্কিন রাষ্ট্রদূত।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031