র্যাব রাজধানীর মেরুল বাড্ডায় ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়েছে। শনিবার ভোর রাত থেকে শুরু হওয়া অভিযান এখনো চলছে।
র্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এই বিষয়ে সাড়ে দশটায় আনুষ্ঠানিক ব্রিফ করা হবে। জানা গেছে, অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ডলার উদ্ধার করা হয়েছে।
র্যাব মুখপাত্র বলেন, মেরুল বাড্ডার একটি বাড়িতে অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত ব্রিফিং করে জানানো হবে।
গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগি ছিলেন। অভিযানে গোল্ডেন মনিরের বাসা থেকে বিপুল পরিমান টাকা, ডলার, মদ, ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।।
