সবচেয়ে বড় মাদকের আখড়া খ্যাত বরিশাল কলোনিতে র্যাব ও মাদক বিক্রেতাদের গুলি বিনিময়ের ঘটনায় দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন চট্টগ্রামের। এদের একজন মাদক ব্যবসায়ী মোটা হাবীব বলে চিহ্নিত। তবে অপর জনের পরিচয় পায়নি র্যাব।
নগরীর সদরঘাট থানার রেল স্টেশন এলাকার আইস ফ্যাক্টরি রোডের ওই কলোনিতে গতকাল বৃহ¯পতিবার মধ্যরাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ৩০ হাজারেরও বেশি ইয়াবা, বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, ফেন্সিডিল, গাজা, ১টি ৭.৬৫ বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাবের লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।
তিনি বলেন, গতকাল মধ্যরাতে নগরীর আইসফ্যাক্টরি রোডে টহল দেওয়ার সময় র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। পরে র্যাবও পাল্টা গুলি ছুড়ে।
এরমধ্যে একজন চট্টগ্রামের শীর্ষ মাদকব্যবসায়ী হাবীবুর রহমান প্রকাশ ওরফে মোটা হাবীব (৫০) বলে পরিচিত। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ১২টির অধিক মাদকের মামলা রয়েছে। অন্যজনের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি।
তিনি জানান, গুলিবিনিময়ের পর নিহত হাবীবের হাতের পাশে একটি পিস্তল ও অন্যজনের পাশে পড়ে ছিল দেশে তৈরি একটি বন্দুক। কিছু গুলির খোসাও পড়ে ছিল। তাদের সন্নিকটে পড়ে থাকা ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
