নতুন ভ্যাট আইন কার্যকর না হওয়ায় যে রাজস্ব ঘাটতির সৃষ্টি হচ্ছে তা পূরণ করা অনেক কঠিন (ভেরি ক্রিটিক্যাল) হবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন। গতকাল সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, কিভাবে এই ঘাটতি পূরণ হবে তা এখনো ঠিক হয়নি। তবে আমাদের বিকল্প কিছু বের করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, আই শ্যাল নট স্পিক অ্যাবাউট ইট নাও। আই অ্যাম হ্যাভিং ভেরিয়াস মিটিংস সেগুলোর পরে দেখবো কোথায় কী করতে হবে। বিকজ ২০ হাজার কোটি টাকা ওয়াজ দি এডিশনাল ইনকাম আন্ডার দি নিউ ভ্যাট ল’। এই ২০ হাজার কোটি টাকা হবে না, কম হবে
। হাউ টু মিট ইজ এ ভেরি ক্রিটিক্যাল প্রবলেম, সুতরাং এখনই বলতে পারবো না। ভ্যাট আইন স্থগিত হওয়ায় নতুন করে সংসদে পরিকল্পনা নিতে হবে কিনা- এর জবাবে মুহিত বলেন, এর প্রয়োজন নাও নেয়া হতে পারে।
বর্তমানে ১৯৯১ সালের ভ্যাট আইন কার্যকর নয় জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০১২ সালের আইনই সংশোধন করে চলছে। প্রতি বছরই সংশোধন করি। ভ্যাট আইন কার্যকর স্থগিত করলেও ভ্যাট অনলাইন প্রকল্প শুরু হয়ে গেছে বলে জানান তিনি।
এদিকে বাংলাদেশে বর্তমানে জুলাই থেকে জুন মাস পর্যন্ত অর্থবছর হিসাব করা হয়। তবে এই অর্থবছর পরিবর্তনের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মুহিত বলেন, সরকারের সামনে দুটি প্রস্তাবনা রয়েছে। একটি এপ্রিল থেকে মার্চ এবং আরেকটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাস। অবশ্য বেশিরভাগ মত ডিসেম্বর থেকে জানুয়ারির পক্ষে বলেও জানান অর্থমন্ত্রী।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
