প্রদর্শন করেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো নতুন একটি ফোন । মডেল পি২।কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো আইএফএ ২০১৬ তে এই ফোনটি প্রদর্শন করা হয়। এর মূল্য ২৪৮ ইউরো।

লেনোভোর নতুন ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। এতে আছে ২ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর। এতে কোয়ালকম চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফোনটি ৩ ও ৪ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। ৩ জিবি র‌্যামে থাকবে ৩২ জিবি বিল্টইন মেমোরি। ৪ জিবি র‌্যামে থাকছে ৬৪ জিবি বিল্টইন মেমোরি।

অ্যানড্রয়েড ৬.০ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

লেনোভো পি২ ফোনটির নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে আছে ফোরজি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসি। এর ব্যাটারি ৫১১০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031